ইন্টারনেটে অনেক অ্যাপস রয়েছে! মিলিয়ন মিলিয়ন অ্যাপস! এর মধ্যে হাজারের ও উপর রয়েছে নোট টুকে রাখার অ্যাপস। কিন্তু নোট টুকে রাখা বা আর্টিকেল লিখে রাখার ক্ষেত্রে Google Keep এর প্রতিদন্ধী খুব কমই আছে।
Google Keep কোনো কিছু লিখে রাখার জন্য অসাধারণ একটি অ্যাপস। এর ডেভেলপার খোদ Google বলে কথা! সকল ধরণের নোট লেখা,রিমাইন্ডার তৈরি করা,আরচিভ করা,লেভেল তৈরিসহ আরো অসংখ্য ফিচার নিয়ে আমার মতো আরো অনেক মানুষের পছন্দের তালিকায় প্রথম স্থান পায় Google Keep

Google Keep এর যত ফিচারঃ


  • Google Keep এর সবচেয়ে উপকারী ফিচার হচ্ছে ক্লাউডে ব্যাক আপের সুবিধা। আপনি আপনার নোটগুলো বা তথ্য গুলো আপনার ড্রাইভ স্টোরেজে ব্যাকআপ রাখতে পারবেন।

  • আরচিভ করতে পারবেন।

  • লেভেল ক্রিয়েট করতে পারবেন।

  • রিমাইন্ডার লিখতে পারবেন।

  • ডিলেট করা নোট গুলো ৭ দিনের মধ্যে আবারো চাইলে উদ্ধার করতে পারবেন।

  • লেখায় ইমেজ বা রেকর্ডিং এড করতে পারবেন।

  • ড্রয়িং করতে পারবেন।

  • শেয়ার করতে পারবেন।

  • কোনো ব্যক্তির সাথে কোলাবোরেট(ইমেলের মাধ্যমে শেয়ার) করতে পারবেন।

  • নোটের ব্যাকগ্রাউন্ডে ইচ্ছামতো কালার দিতে পারবেন।(অ্যাপে সংরক্ষিত কালার গুলো থেকে)

  • কোনো লিখিত বাক্য বা ড্রয়িং এ কোনো রেখা আঁকার পর ভালো না লাগলে আন ডু(Undo ) করে দিতে পারবেন।

  • মুছে ফেলা লেখা রি ডু (Redo) এর মাধ্যমে তৎক্ষনাৎ ফিরিয়ে আনতে পারবেন।

  • ড্রয়িংয়ের রেখা বা আপনার আঁকা জিনিস গুলো স্বতন্ত্র ভাবে সরাতে পারবেন পুরো আর্ট বোর্ড জুড়ে!

  • আপনি যদি কোনো ইমেজ বা ছবি এড করেন তাহলে ইমেজ বা ছবিতে থাকা লেখা গুলোকে আপনি কপি করতে পারবেন বা টেক্সট ইডিটরে নিয়ে আসতে পারবেন গ্রেভ ইমেজ টেক্সট অফশনের মাধ্যমে।(অনলাইন)

ব্যাপারটা চমৎকার না! কোনো ইমেজ থেকে Quote গ্রেভ করার জন্য খুবই দরকারি ফিচার এটি।

  • Google Keep এর আরেকটি গুরুত্বপূর্ণ ও দরকারি ফিচার হচ্ছে অটো সেভ(Auto Save)।

লিখিত নোট বা আঁকা ড্রয়িং গুলো আপনার কখনো সেভ করতে হবে না। তা অটোমেটিক সেভ হয়ে যাবে। এই ফিচারটি যেকোনো নোট অ্যাপের ক্ষেত্রে দরকারি একটা ফিচার। Google Keep ও এটি বিদ্যমান। কষ্ট করে নোট করার পর ভুলে কখনো ব্যাক হয়ে গেলে ও আপনার এত কষ্টে লেখা নোট গুলো কখনো হারিয়ে যাবে না।

আরো কিছু,কিছু কথাঃ


আমাদের সবারই ফোনে কোনো না কোনো নোট অ্যাপ থাকেই। হোক সেটা বিল্ট ইন বা থার্ড পার্টি অ্যাপ। এটি অবশ্যই সবার দরকারি একটি অ্যাপ। যেকোনো ধরনের মানুষেরই এটি প্রয়োজন হয়। তো আপনি কি চাইবেন না আরেকটু বেশি সুবিধার সাথে আপনার সেই প্রয়োজনটা মিটুক! বাকি রইলো বিশ্বাসের কথা। থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রে গুগলের চেয়ে বিশ্বস্ত কে আছে। তাই চোখ বুঝে একদম নিশ্চিন্তে Google Keep ব্যবহার করুন।

Google Keep এর চমৎকার সব সুবিধা নিশ্চয় আপনার নোট করা বা লেখার কাজ কে আরো গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
সেই প্রত্যশায় এখনকার মতো বিদায়।
ভালো থাকুন! সুস্থ থাকুন! আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে দিনটিকে আরো রঙিন করে তুলুন!
Play Store

অ্যাপ সম্পর্কে কিছু তথ্যঃ


Updated     :    March 16, 2020
Size    :    Varies with device
Installs       :    500,000,000+
Current Version         :    Varies with device
Requires Android     :    Varies with device
Content Rating                 :    Rated for 3+
Developed & Offered By     :    Google LLC

কিছু ছবিঃ
























ছবি ক্রেডিটঃ Google Play Store